আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ভিশন
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের গুণগত শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। ক্রমবিকাশমান মানবসম্পদের উৎকর্ষ সাধনে সর্বোচ্চ আদর্শ স্থাপন করে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য। আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ এবং ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন সাধন আমাদের অন্যতম লক্ষ্য। উৎকৃষ্ট ফলাফল ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জনে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিশ্রুতিবদ্ধ।
